Header Ads

মুখ্যমন্ত্রীর প্রতি বরাক বাসীর খোলা চিঠি

প্রতি 

হিমন্ত বিশ্বশর্মা 
মাননীয় মুখ্যমন্ত্রী 
আসাম।

বিষয় - বরাক উপত্যকার বেকারত্ব।

মহাশয়,

বিগত কয়েক বছরে আপনার নেতৃত্ব ও কর্মতৎপরতায় বিভিন্ন ক্ষেত্রে বরাক উপত্যকার উন্নয়ন সম্ভব হয়েছে। আপনার উদ্যোগে বরাক উপত্যকার জন্য একটি পৃথক উন্নয়ন বিভাগ তৈরি হয়েছে। শিলচর পৌরসভা ,পৌরনিগমে রূপান্তরিত হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উপত্যকার আভ্যন্তরীণ রাস্তাঘাট,সেতু ইত্যাদির সংস্কার ও উন্নয়ন সাধিত হয়েছে। এই সমস্ত পদক্ষেপের জন্য ' প্রাক্তনী আকসা'র পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার নেতৃত্বে যে দীর্ঘ আন্দোলন হয়েছিল আমরা তাঁর প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম এবং এই আন্দোলনের ফলস্বরূপ ১৯৯৪ সালে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে যদিও এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বহু ছাত্রছাত্রী স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করে বেরোচ্ছেন কিন্তু এই উপত্যকায় তাঁদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। সরকারি চাকরিতে এই উপত্যকার চাকুরী প্রার্থীদের নিয়োগ খুবই কম। বিগত দিনে আপনার উদ্যোগে যে এক লক্ষ পদে নিয়োগ হয়েছে সেখানে বরাকের চাকরি প্রার্থীদের নিয়োগ পাঁচ শতাংশও নয়। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা হবে, কিন্তু আইনি সুযোগ থাকা স্বত্তেও তা পালিত হয়নি। এখানে স্থানীয় মাঝারি বা বৃহৎ কোন শিল্পদ্যোগ গড়ে উঠেনি। যা ছিল তাও বন্ধ হয়ে পড়ে আছে। তাই এখানকার লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা হতাশায় ভুগছেন। অনেকেই বাধ্য হয়ে ই- রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করছেন।

আমরা আপনার কর্মতৎপরতায় আস্থাশীল। তাই আশা করব যে আগামী বিধানসভা নির্বাচনের আগে আপনি এই উপত্যকার বেকারত্ব অবসানে  যথাযথ পদক্ষেপ নেবেন এবং বরাক উপত্যকার বেকারদের সুসংবাদ দেবেন ।

প্রাক্তনী আকসার পক্ষ থেকে আমরা এরজন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।

ইতি 

ডঃ হিলাল উদ্দিন লস্কর, 
মুখ্য আহ্বায়ক 

প্রমোদ শ্রীবাস্তব,
আহ্বায়ক 

গীতেশ রঞ্জন পাল,
আহ্বায়ক।

প্রাক্তনী আকসা
শিলচর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.