নতুন বিজেপি সভাপতি হলেন শমীক ভট্টাচার্য
অমল গুপ্ত, কান্দি জেল রোড: বিজেপি দলের রাজ্যিক সভাপতি নির্বাচিত হলেন শমীক ভট্টাচার্য।তিনি সুকান্ত মজুমদারের স্থলাভিসিক্ত হবেন। শমীক আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে বলে অভিমত প্রকাশ করেন। মুসলিম সমাজের মধ্যে অপরাধ প্রবনতা বেশি তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বিজেপি কলম বা বই তুলে দিতে চাই।








কোন মন্তব্য নেই