ইউনূস আমলে বাঙালি হিন্দু নির্যাতন বহু গুণ বেড়ে গেছে
অমল গুপ্ত ,৩ জুলাই,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: বাংলদেশে বাঙালি হিন্দু নিগ্রহ বহু গুণ বেড়েছে মহম্মদ ইউনূস আমলে গোয়েন্দা রিপোর্টে এই দাবি করা হয়েছে। গত ৪থেকে ২৪ আগস্ট পর্যন্ত১৭৬৯ টি ঘটনা ঘটেছে।অধিকাংশ রাজনেতিক কারণে ঘটেছে। ঢাকা খিল ক্ষেতের দুর্গাবাড়ি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়।দুর্গা পুজোর সময় মুসলিমরা হিন্দু ধর্ম স্থানে আক্রমণ করে। চলতি বছরে ২৭ টি ভাংচুরের ঘটনা ঘটেছে। ইউনূস প্রসাশন কোনো ব্যাবস্থা নেই নি।পশ্চিম বঙ্গের বৃহত্তম মুসলিম সমাজ প্রতিবেশী দেশ বাংলা দেশে হিন্দু নির্যাতন দেখেও চুপ করে থাকে । তাদের মধ্যে মানবিকতার কোনো প্রমাণ পাওয়া যায়না। বরঞ্চ মুর্শিদাবাদ ,ভয়ে মালদহ জেলার সংখ্যালঘু অধ্যুষিত জেলার হিন্দুরা নিজেদের নিরাপদ ভাবে না। ভয়ে ভয়ে থাকে। হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ কে বাংলদেশে বিনা বিচারে আটকে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই