নীতি অ্য়োগ ভুল মান চিত্র প্রতিবাদ মমতার
রাজের ভুল মানচিত্র, মমতা দুষলেন নীতি আয়োগকে
পশ্চিমবঙ্গের অথনৈতিক পরিস্থিতি নিয়ে চার পৃষ্ঠার সংক্ষিপ্ত রিপোর্ট। কিন্তু তার মলাটে ভারতের মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গকে দেখানো হয়েছে বিহারের জায়গায়।
নীতি আয়োগ ও দিল্লির এনসিএইআর এর রিপোর্ট এই শুরুতর ভুল কে পশ্চিমবঙ্গের পরিচিতি ও মর্যাদার পক্ষে অপমানজনক বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে নীতি আয়োগের উপাধ্যক্ষ সুমন বেরিকে চিঠি লেখা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এই ধরনের গন্ডগোল রাজ্যের প্রতি সম্মানের অভাবের প্রতিফলন। তাঁর বক্তব্য, এর ফলে নীতি আয়োগের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়েও উদ্বেগ ছড়ায়। এই সব রিপোর্টের ভিত্তিতেই নীতি নির্ধারকরা সিদ্ধান্ত গ্ৰহন করেন। এতে নীতি আয়োজনের বিভিন্ন রিপোর্ট ও প্রকাশনার মান, সংশয় তৈরি হয়।
কোন মন্তব্য নেই