Header Ads

টোটো চালাতে শর্ত

টোটো চালাতে শর্ত
মৌমিতা দাস, ১০ জুলাই ,কান্দি জেল রোড
 আঞ্চলিক পরিবহন দফতর টোটো নিয়ন্ত্রণে আনতে টোটো চালকদের উপরে এক গুচ্ছ শর্ত আরোপ করেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সেই শর্ত মানতে হবে। অন্যথায় বহরমপুর শহরে সে সব টোটো চলতে দেওয়া হবে না।
 .টোটোর রেজিস্ট্রেশন থাকতে হবে।
 . টোটোচালক ও টোটো মালিক যদি এক ব্যক্তি হন তাঁর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
. টোটো মালিকদের বহরমপুর শহর এবং শহর লাগায়া নির্দিষ্ট গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে।
 . এই শহরে টোটো চালানোর জন্য অনুমতি পেতে শুধু রেজিস্ট্রেশন প্রাপ্ত টোটো চালক এবং এই শহর এবং শহর লাগোয়া নির্দিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে।
.টোটো চালানোর অনুমতির আবেদন করতে আঞ্চলিক পরিবহন দফতরে এককালীন ৫৪০ টাকা জমা দিতে হবে।
.শহরে যে সব টোটো চালার অনুমতি পাবে, তাদের হলোগ্ৰাম দেওয়া হবে তাতেই রুট লেখা থাকবে।কান্দি শহরে টোটোর  মধ্যে রেশারেশি তে অনেক সময় দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.