মৃত গাছে জড়িয়ে কি পর গাছা বাঁচবে?
নয়া ঠাহর ,কান্দি জেল রোড: বাড়ির ঝাউ গাছ ঝড় এ ভেঙে পড়ায় সেই গাছ আঁকড়ে বেঁচে থাকা এক অর্কিড বেঁচে উঠেছিল। সেই অর্কিড গাছকে আবার কারি পাতার গাছে বেঁধে দেওয়া হয়েছিল।সে বেঁচে উঠেছিল। এখন কারি পাতার গাছটি মরে গেছে। মৃত গাছে আজও অর্কিড গাছটি অসুস্থ অবস্থায় বেঁচে আছে। এবার অসুস্থ অর্কিড গাছটি করমচা গাছে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুবার স্থান পাল্টানোর পর আমার অর্কিড বাঁচবে তো? গাছ প্রেমিকদের মতামতের অপেক্ষায় থাকলাম।
কোন মন্তব্য নেই