আধার কার্ড ,ভোটার এবার রেশন কার্ড ও
আধার, ভোটার, রেশন কেন নয়'
আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড। বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনে ভোটারদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই তিনটিও নথিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলল।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশন যদি আধার, ভোটার ও রেশন কার্ড মানতে না চায়, সে ক্ষেত্রে তার কারণ ব্যাখ্যা করতে হবে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করেছে, নির্বাচন কমিশন বিহারে যে ভোটার তালিকা সংশোধন করেছে, সে বিষয়ে কমিশনের ক্ষমতা, সে প্রক্রিয়ায় এই কাজ চলছে এবং এই কাজের জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হবে। বিহারে নভেম্বরে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই সময় খুবই কম বলেও বিচারপতিদের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের সামনে এই তিনটি প্রশ্ন তুলে ধরে ২১ জুলাইয়ের মধ্যে লিখিত জবাব চেয়েছে আদালত। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনে জন্য ফর্ম পূরণ শুরু হয়ে যাওয়ায় তার বন্ধ করা হয়নি। কমিশন ১ আগস্ট আগেই ২৮ জুলাই এই মামলার ফের শুনানি হবে।
কোন মন্তব্য নেই