Header Ads

গঙ্গার জলস্তর বাড়ছে বন্যার আগাম বার্তা

গঙ্গার জলস্তর ।  মৌমিতা দাস কান্দি জেল রোড

 বাড়ছে  মুর্শিদাবাদ জেলাতে ,
 জল বাড়ছে শমসেরগঞ্জের গঙ্গায়। গত দু'সপ্তাহে ৪.২৬ মিটার জল বেড়েছে গঙ্গায়।
 শিশুদের নিয়ে গঙ্গায় স্নানে না যেতে আবেদন করে প্রচার শুরু করেছে শমসেরগঞ্জ থানার পুলিশ। কিন্তু পুলিশি প্রচার সত্বেও শমসেরগঞ্জে একাধিক গঙ্গা ঘাটে শিশুদের স্নান করতেই নয়, দেখা গেল ভরা গঙ্গায় সাঁতার কাটতে নয়নসুখে দুই কিশোর সাঁতার কাটার সময় জলে তলিয়ে যাওয়ায় আশঙ্কা বেড়েছে আরও।
 কাঞ্চনতলা থেকে নিমতলা অন্তত ১৫টি গ্ৰাম গঙ্গার পাড়ে।
  এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। গঙ্গার জলও বাড়তে শুরু করেছে। এ ভাবে যদি জল বাড়তে থাকে তা হলে কি বালির বস্তা ফেলে বাঁধানো পাড় টিকবে? তা নিয়ে আশঙ্কায় আছি।
   জল বাড়লেও এখনও অনেকটাই নীচে। পাড় বাঁধানোর ফলে জল বাড়ায় ঘাঁটিগুলো সব বন্ধ। গঙ্গা ছাড়া আমাদের তো স্নান, কাপড় কাচার জায়গা নেই।
   জল বাড়তে শুরু করায় গঙ্গা নিয়ে আশঙ্কা তো বেড়েছেই। বহু গ্ৰাম আছে গঙ্গার পাড়ে। এ বারে পাড় বাঁধানো হয়েছে অনেকটাই। আশা করছি অন্য বারের মতো হয়ত ভাঙন হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.