নিত্যপণ্যে জি এস টি রেহাই হবে কি?
নিত্যপণ্যে জিএসপি ছাড়-চিন্তা
বাজারে কেনাকাটা বাড়াতে মধ্যবিত্তকে আয়করে ছাড় দেওয়ার পরে এ বারে এমন কিছু পণ্যে জিএসটি-র বোঝা কমানোর কথা ভাবা হচ্ছে, যেগুলি মূলত গরিব-মধ্যবিত্ত নিত্য ব্যবহার করে থাকে।
সরকারি সূত্রের খবর, জিএসটি-র হার কমানো হলে সস্তা হতে পারে টুথপেস্ট থেকে স্যানিটারি ন্যাপকিন, খাতা, আঁকার খাতা থেকে জ্যামিতি বাক্স।
সস্তা হবে যা
টুথপেস্ট, ছাতা, প্রেশার কুকার, রান্নাঘরের বাসনকোসন, ইস্ত্রি, গিজার, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, সাইকেল, সেলাই মেশিন, এক হাজার টাকার বেশি দামের রেডিমেড জামাকাপড়, পাঁচশো থেকে এক হাজার টাকা দামের চটি-জুতো, মনিহারি জিনিসপত্র, সেরামিক টাইলস, জলের ফিল্টার -পিউরিফারার কনডেন্সড দুধ ইত্যাদি।
কোন মন্তব্য নেই