পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার বিনামূল্যে স্বপ্ন পূরণের রাণী মালতী মুর্মু
অমল গুপ্ত, ১১জুলাই , কান্দি জেল রোড,মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে , স্বাস্থ্য শিক্ষার হাল শোচনীয়।এই প্রেক্ষাপটে এই রাজ্যের পশ্চাদপদ পুরুলিয়া জেলার আদিবাসী জনবসতির এক পাহাড় চূড়ায় উজ্জ্বল ব্যতিক্রম ছবি ধরা পড়ল।এক আদিবাসী কন্যা মালতী মুর্মু সংসারের পয়সা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে স্কুল তৈরি করে ৮৫ টি পারিবারের শিশু ছাত্র ছাত্রীদের বাংলা ইংরাজি আল চিকি ভাষা শিখাচ্ছেন। নিজের দুই মাসের সন্তানকে বুকে রেখে ব্লাক বোর্ডে অংক শেখাচ্ছেন ছাত্রদের সঙ্গে নিজের শিশু পুত্রা আছে সবুজ পাহাড়ের মাথায়। শিলিং সারেং গ্রামের গরিব কৃষক পরিবারের সন্তান মালতী বেশি পড়াশুনা করতে পারেন নি।স্বামী প্রান্তিক চাষী জমিতে লাঙ্গল চালিয়ে সংসার চালান। ২০২০ সালে করোনা সংক্রমনের সময় বিদ্যালয় গুলিতে পড়াশুনা বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা বাবুরা এসে ছাত্রদের পোশাক গুলি দান করেছেন বলে মালতী জানানআদিবাসী কন্যার স্বপ্ন পূরণের লড়াই আজ দেশেকে পথ দেখাচ্ছে।কলকাতার বাবুরা শিক্ষা নেবেন কি?
কোন মন্তব্য নেই