বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন ইউনূস
অমল গুপ্ত ,১৪ জুলাই ,গুয়াহাটি ,কোলকাতা বাংলদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ।সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী কে সেই আম পাঠিয়েছেন।বাংলদেশে বেতার বার্তায় এই কথা জানা গেছে। ইউনূস সায়েব একহাজার কেজি আম পাঠিয়েছেন । হাড়িভাঙ্গা আম বিখ্যাত আম। বাংলদেশে র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর মমতা ব্যানার্জী কে বাংলদেশে র আম সিল্ক এর শাড়ি ইত্যাদি পাঠিয়েছেন। মমতার সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেও পাঠাতেন। আম।
কোন মন্তব্য নেই