Header Ads

নাবালিকাকে হেনস্থা বর্ধমানে

অটিস্টিক নাবালিকাকে যৌন হেনস্থা 

 বাসের ভিতরে অটিজম আক্রান্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমান শহরে। অভিযুক্তকে গ্ৰেফতার করেছে পুলিশ। ওই নাবালিকার মায়ের অভিযোগে, ধৃত জয়ন্ত চক্রবর্তী বাসে উঠে মেয়ের পিছনে বসেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন, তিনি মেয়ের সঙ্গে অভব্যতা করছেন। যৌন হেনস্থাও করা হয় বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করেন। অন্যরাও সূর চড়ান। অভিযুক্ত চলন্ত বাস থেকে নেমে পালাতে গেলে ধরে ফেলা হয়। অটিজম আক্রান্তদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের দাবি, অটিস্টিক মেয়েটি কথা বলতে পারে না। ঘটনার পর থেকে থানায় গিয়ে অভিযোগ জানানো, শারীরিক পরীক্ষার জন্য হাসপাতাল থেকে আদালতে যাওয়া পর্যন্ত, সব জায়গাতেই দীর্ঘ অপেক্ষা, বাধার মুখে পড়তে হয়েছে। যদিও বর্ধমান থানার দাবি, পকসো আইনে কিছু নিয়ম মানতে হয়। সেই কারণে দেরি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.