বৃদ্ধা হত্যা কান্ড
বৃদ্ধা মাকে ইট দিয়ে থেঁতলে খুন
মৌমিতা দাস
আবাস যোজনার টাকা হাতাতে বৃদ্ধা মাকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে সুতির কাশিমনগর ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আরমানি বেওয়া। ঘটনার পরেই বৃদ্ধার ছেলে অভিযুক্ত মংলু শেখ গ্ৰাম ছেড়ে পালিয়ে যায়। রবিবার রাত পর্যন্ত তাকে ধরা যায়নি। তদন্তকারীদের দাবি, পুলিশের কাছে ঘটনার সবিস্তার বিবরণ দিয়েছেন মৃতার ছোট মেয়ে। ঘটনার সময় ঠাকুমার পাশেই শুয়ে ছিল সে।
মনোবিদ রঞ্জন ভট্টাচার্য বলেন, "এটি মেটারনাল হোমিসাইডের ঘটনা। বয়স্ক মানুষের উপরে নির্যাতনের মাত্রা দিনে দিনে বাড়ছে। বয়স্করা আবাস যোজনা বা পেনশনের টাকা পান। কোনও কোনও সন্তান সেই টাকা হাতাতে মাকে খুন করতেও পিছপা হয় না। এটা তেমনই একটি ঘটনা।
কোন মন্তব্য নেই