মায়ের নামে গাছ লাগান
মায়ের নামে গাছ লাগাচ্ছে পড়ুয়ারা
বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে গাছ লাগানো। বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের বাড়ির উঠোনে বা গাছ বেড়ে ওঠার মতো জায়গা রয়েছে এমন জায়গায় গাছ লাগাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন স্কুল মাদ্রাসা।
হরিহরপাড়া চক্রের পীরতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শনিবার স্কুল ছুটির পরে গাছ লাগানোর বার্তা দিতে পড়ুয়াদের নিয়ে রাশিতে হাঁটেন। এ দিন ৪০ জন ছাত্রছাত্রীর বাড়ির উঠোনে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে দাবি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুধু গাছ লাগানো নয়, ওই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই পড়ুয়ার। মাঝেমধ্যে লাগানো গাছ পর্যবেক্ষণ করবেন শিক্ষকেরা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার বলেন, "শুধু গাছ লাগানোই নয়, গাছের পরিচর্যা করে তা বাঁচিয়ে রাখার উপর আমরা জোর দিয়েছি। গাছ লাগানোর পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল। তার উপর শুক্রবার আমরা চক্র থেকে বার্তা পেয়েছি পড়ুয়াদের মায়ের নামে গাছ লাগানোর। এর ফলে পড়ুয়াদের দায়িত্ববোধও আরও বাড়বে।
কোন মন্তব্য নেই