মুর্শিদাবাদ জেলার প্রধান অর্থকরী ফসল পাট
পাট চিত্র
জেলার প্রধান অর্থকরী ফসল পাট। জেলায় প্রায় লক্ষ হেক্টর জমিতে পাট চাষ হয়। এ বছর বাংলাদেশ থেকে পাট আমদানির ক্ষেত্রে নীষেধাঞ্জা জারি করেছে কেন্দ্র। পাটের ভাল দাম পাচ্ছেন চাষিরা।
এ বছর পাট চাষের এলাকা কমলেও আবহাওয়া অনুকূল থাকায় পাটের মান ও ফসল বৃদ্ধির আশা
পাটের দাম বেশি থাকায় আগাম, অপরিণত পাট কেটে জাঁক দিচ্ছেন চাষিরা।
পাট তত্ত্বর ভাল মানের আঁশ ও দাম পেতে বিঞ্জান সম্মত উপায়ে পাট জাঁক দেওয়ার পরাদর্শ দিচ্ছে কৃষি দফতর ও জেসিআই।
পাটের ফলন হেক্টর প্রতি গড়ে প্রায় সাড়ে ২৩ কুইন্টাল বা প্রায় ১২.৭৫ বেল।
জুট কর্পোরেশন অব ইন্ডিয়া বা জেসিআই-এর গত বছর সহায়ক মূল্য ছিল ৫০৫০ টাকা কুইন্টাল।
কোন মন্তব্য নেই