অবাক হিমন্ত গ্রাম
হিমন্ত র দাবি শুনে অবাক উত্তমের গ্ৰাম
তিনি না কি গুয়াহাটির বাসিন্দা। শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এমন দাবি শুনে আকাশ থেকে পড়েছেন কোচবিহারের দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী। অবাক তাঁর গ্ৰাম- দিনহাটার চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি। উত্তমের এক প্রবীণ পড়শি গিরীশ বর্মণের কথায় এক প্রবীণ পড়শি গিরীশ বর্মণের কথায়, উত্তম তো বটেই, ওর বাপ-ঠাকুর্দাকে পর্যন্ত চিনতাম। কয়েক পুরুষ ধরে ওরা এ গ্রামের থাকে। অসমের বাসিন্দা হবে কী করে।
বছর পঞ্চাশের উত্তমকে অনুপ্রবেশকারী সন্দেহে অসম ফরেনার্স ট্রাইবুনাল আইনে নোটিশ দেওয়া হয়েছে। অসমের ফরেনার্স ট্রাইবুনাল এফ টি কামরূপ সেকেন্ড কোর্ট তাঁর কাছে পুরনো ভোটার তালিকা, জমির নথি চেয়েছে।
কোন মন্তব্য নেই