বেহাল জাতীয় সড়ক
বেহাল জাতীয় সড়ক
মৌমিতা দাস : কান্দি জেল রোড
১২ নম্বর জাতীয় সড়কের নবগ্ৰামের ফতেপুর থেকে বহরমপুরের বলরামপুর অবধি খানাখন্দে ভরেছে জল।
.রাস্তা ভেঙেছে, জমেছে বৃষ্টির জল।
. যাতায়াত করতে সমস্যায় পড়ছেন অনেকেই।
.গত ২০২৩ সালে চালু হয় এই রাস্তা বলে জানা যায়।
. অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছে সকলেই।
বিধায়ক, বহরমপুর বিধানসভা
উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম হল এই জাতীয় সড়কটি। কেন্দ্র সরকার এই বিষয়ে দৃষ্টি দিচ্ছে না। আমি এই বিষয়ে সংসদে বহু বার বলেছে।
প্রাক্তন সাংসদ, বহরমপুর লোকসভা
১২ নং জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ রাস্তা। বেহাল এই রাস্তার অবিলম্বে সংস্কারের দাবি জানাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রাস্তা সংস্কারের কথা জানিয়েছি।
ইউনুস আলি
আমরা শুনেছি, রাস্তা ভেঙেছে। রাস্তা সারাইয়ের জন্য কর্মীদের বলা হয়েছে।
কোন মন্তব্য নেই