আবার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর পদে বসবেন
অমল গুপ্ত ,গুয়াহাটি (রানি) ১জুন : আগামী বিধানসভা নির্বাচনে জয়ের পর বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুনরায় মুখ্যমন্ত্রীর পদে বসবেন। সেই বিষয়ে দ্বিমত নেই। সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নয়া দিল্লিতে অসমের দুই বন্ধু সাংবাদিক এক সাক্ষাৎ কার নিয়েছিলেন। অমিত শাহ জানান গত দিনে প্রাক্তন মূখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বিজেপি দলকে মজবুত করেছেন। দলকে এগিয়ে নিয়ে গেছেন।কিন্তু এখন হিমন্ত বিশ্ব শর্মা দলের গুরুত্ত বাড়িয়েছেন। দল কে ভালভাবে পরিচালনা করছেন। তার উদ্যোগে আবার আগামীতে বিজেপি সরকার গঠন করা হবে।বলে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সর্বানন্দ আর হিমন্ত উভয় কে সমান গুরুত্ব দেন। বিজেপি দলের পক্ষে উভয়ের অবদান কে সম্মান জানান অমিত শাহ। অসম ট্রিবিউন এবং দৈনিক অসম এর দুই সিনিয়র সংবাদিক নয়া দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে ছিলেন।
কোন মন্তব্য নেই