Header Ads

কলকাতা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ ,বিচার পাবে কি?

বাংলায় এবার গণধর্ষণ 
মৌমিতা দাস ,কান্দি:
 কলকাতা আইন কলেজে এক প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ। কলেজে ইউনিয়নের দাদাই করেছে এই কাজ। 
বাংলার মেয়ে দের । নিরাপত্তা কোথায়। 
  সরকারি আইন কলেজে ভিতরেই আইনের পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তের মোবাইল ফোন থেকে ঘটনার সময়ে তুলে রাখা ভিডিয়ো পেল পুলিশ। যা নির্যাতনের সময়ে তুলে রাখা হয়েছিল বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন নির্যাতিতা। ফরেন্সিক পরীক্ষায় পাঠানো এই গণধর্ষণ মামলায় তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। হেফাজতে নেওয়া হয়েছে কলেজে লাগানো সিসি ক্যামেরার প্রায় সাত ঘণ্টার ফুটেজ।
      মিলেয়ে নির্যাতিতার শরীরে একাধিক আঁচড় ও আঘাতের চিহ্ন। শনিবার আদালতে গোপন জবানবন্দি দেওয়ার সময়েও নির্যাতিতা তরুণী সে সব দেখিয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি। ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর পাশাপাশি এ দিনই লালবাজারের তরফে অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। গ্ৰেফতার করা হয়েছে ওই সময়ে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীকেও। ঘটনার পুননির্মাণ করতে তরুণীকে রাতে কলেজে নিয়ে যাওয়া হয়। এত বাড়বাড়ন্ত সেই প্রশ্ন উঠছে। আর জি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার পরে এই ঘটনায় উত্তাল হচ্ছে পরিস্থিতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.