Header Ads

Lumding বাংলা সাহিত সাংস্কৃতিক মঞ্চ ফ্যান ফিল্টার দান করে

তেরেলাংসু স্কুলে ফ্যেন ফাল্টার প্রদান বাংলা সাহিত্য সংস্কৃতি মন্চে।                                স্বপন দাস লামডিং——পূব লামডিং এর প্রত্যন্ত গ্রামে তেরেলাংসু হাইস্কুল হাই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য দুটি সিলিং ফেন এবং দুটি জলের ফিল্টার প্রদান করেন বাংলা সাহিত্য সংস্কৃতি মণ্চের সদস্য সদস্যা বৃন্দ। এতদুপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়জিত এক অনুষ্টানে মূখ্য অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বংলা সাহিত্য স্ংস্কৃতি মন্চের উপদেষ্টা মন্ডলীর সদস্যা প্রাক্তন অধ্যক্ষা উমাভৌমিক এছাড়াও উপস্হিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সমির লোধ,উত্তম দাস,সভাপতি অনিমেষ মজমদার,উপসভপতি বিজন চক্রবর্তী,সাংস্কৃতিক সভাপতি ভোলনথ চক্রবর্তী,সাধারন সম্পাদক অভিজিত দত্ত,অধ্যাপিকা নীলু পাল,যুগ্ম সম্পাদক  তাপস দাস,স্কুলের প্রধান শিক্ষক  স্বপন নাথ। মন্চের উপসভাপতি তথা বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক কিশোর নাথ এবং কার্যকরী সদস্যা পূস্পা ঘোষের পরিবেশনায় মঙ্গলদ্বীপ জেলে সঙ্গীতের মাধ্যমে সুচনা হয় অনুষ্ঠানের। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রখেন অধ্যক্ষা উমাভৌমিক এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উত্তম দাস। সক্ষিপ্ত সাংস্কৃতিক অনষ্ঠানে নৃত্য পরিবেশন  করেন ছাত্রছাত্রীদের মধ্যে দীপা দাস,বর্ষ দাস,বীনিতা দাস,পায়েল দাস। সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী দীপা দাস মনৃচের পক্ষে কিশোর নাথ,সাংস্কৃতিক  সম্পাদক  পরিতোষ দাস। এর পর মন্চের পক্ষথেকে স্কুলের ব্যাবহারের জন্য দুটি সিলিং ফ্যান এবং দুটি জলের ফিল্টার তুলে দেওয়া হয় স্কুল কতৃপক্ষ এবং দশম শ্রেনির ছাত্র ছাত্রীদের হাতে। এছাড়াও উপস্হীত সকল ছাত্র ছাত্রীদের হাতে একটি করে কলম উপহার দওয়া হয় মন্চের পক্ষথেকে। সমগ্র অননুষ্ঠান পরিচালনা করেন কোশাধক্ষ রত্নেশ্বর রায়। অনষ্ঠানের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন মন্চে পক্ষে তাপস দাস,প্রশান্ত ঘোষ,স�

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.