Lumding এ প্রয়াত তিন ফুট বলা রের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন
লামডিং এর প্রয়াত তিন ফুটবলারের স্মৃতিতে শ্রদ্ধান্জলি প্রদান। স্বপন দাস —লামডিং ৭জুন সম্প্রতি প্রয়াত লামডিং এর তিন কিংবদন্তী ফুটবলার ক্রমে লনুবা আও,রমেশ পাল,এবংসমীর চক্রবর্তীর প্রতি শ্রদ্ধান্জলি নিবদন করা হল লামডিং ক্রীড়া সংস্হার পক্ষ থেকে। ৬৬বৎসর বয়সী লানুবা আও পরলোক গমন করেন গত ৩জুন ২০২৫। লামডিং ক্রীড়া সংস্হার উপ সভাপতি লানবা আও অসমের প্রায় প্রতটি বৃহত ক্রীড়া প্রতীযোগিতা ব্যাতিত এন এফ রেলওয়ে দলের প্পতিনিধিত্ব করেছেন বহুবার। রমেশ পাল(৭৬বছর। )প্রয়াত হন গত ১৬মে। তিনি লামডিং এর বিভি ন্ন প্রতিযোগিতা সহ গৌয়াহাটীর ১ম ডিভিশনের ষ্টার স্পটিং ক্লাব,স্পোটিং ইউনিয়ন ক্লাব,রাইজিং দল সহ এন এফ রেলওয়ে ফুটবল দলে খেলেছেন বহুবার। অপরদিকে গত ৯ই মে পরলোক প্রাত্তি ঘটে সুনীল চক্রবর্তীর(৭৮বছর)তিনি ও এন এফ রেলওয়ে ফুটবল দলের অপরিহায্য খেলয়ার ছিলেন,এছাড়াও গুয়াহাটীর রাইজিং১১ এর মহারানা ক্লাব ফুটবল দলের সদস্য ছিলেন। ৭ই জুন লামডিং ক্রীড়া সংস্হার আহবানে স্হানীয় শহিদ ময়দানে এই তিন ক্রীড়াবিদ কে শ্রদ্ধা জানানোহয়। বিশিষ্ঠ জনদের মধ্যে উপস্হিত ছিলেন লামডিং ক্রীড়া সংস্হার সভাপতি তথা বিধায়ক শিবু মিশ্র,সম্পাদক সুদীপ কুমার দাস,প্রাক্তন ক্রীড়াবিদ তথা রাষ্ট্রীয় রেফারি চন্দ্র শেখর নাথ ,প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে অনিমেষ চৌধুরী,মূতুন্জয় কর,পিন্টু মজুমদার,বাপি বর্ধন,সমীর চক্রবর্তী,ভ্রাতা মানিক চক্রবর্তী,লানুবা আওএর কন্যাসুনেপলা আও প্রমুখ। গত ৬জুন স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে তিন প্রয়াতক্রীড়াবিদদের উদ্দেশে শ্রদ্ধান্জলি নিবেদন করা হয়।
কোন মন্তব্য নেই