Header Ads

অসমের নেপালি কন্যা বিনি তা ছেত্রী বিশ্ব দরবারে চমক


অমল গুপ্ত ,কোলকাতা ৮ জুন: অসমের কর্বিয়ালাং জেলার নেপালি সম্প্রদায়ের নয় বছরের কন্যা   বি নি তা   ব্রিটেনে গট ট্যালেন্ট  প্রতিযোগিতায় অপুর্ব নৃত্য প্রদর্শন করে বিশ্বে  দ্বিতীয়  স্থান অর্জন করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শশা শিশু কন্যা  কে কোলে  বসিয়ে আশীর্বাদ দেন আর্থিক সাহায্যের  প্রতিশ্রুতি দেন। ব্রিটেন সহ সারা বিশ্বে  সমা দ  লাভ করেছে।অসমের ছোট্ট শিশু কন্যা। অসমের কর্বিয়ায়ালন জেলার গ্রামের মেয়ে  করবি আল্অঙ জেলা পরিষদ ৫ লাখ টাকা অনুদান  পেয়ে শিশু কন্যা বিদেশ যেন। বাবা পোল্ট্রি ফার্মের মালিক।ছোট্ট থেকেই নাচের প্রতি আগ্রহ বিনীতার।  বিনীতার সঙ্গে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এর অরিজিৎ সিং আমেরিকার আর্ন্তজাতিক মঞ্চে গান পরিবেশনের সুযোগ পেয়েছেন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সঙ্গীত  শিল্পী শ্রেয়া ঘোষাল   নেপাল কাঁপিয়ে এলেন ,সারা বিশ্বে আজ সমাদৃত। আর্ন্তজাতিক রিলিটি শো  তে এই সর্বপ্রথম  অসমের কন্যা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.