Header Ads

lamding মৃতদেহ উদ্ধার

লামডিঙে রহস্যজনক  ভাবে মৃতদেহ উদ্ধার
স্বপন দাস লামডিং—২৪জুন
গতকাল সকালে লামডিঙ হাফলং রোডে উদ্ধার হয় একটি মৃতদেহ।
লামডিঙ হাফলং রোডের একটি কালভাটের  নিচ থেকে পরিতক্ত অবস্থায় পরে থাকা মৃতদেহ উদ্ধার করে লামডিং পুলিশ। মৃত ব্যাক্তির নাম অরুন চৌধুরী স্হানিয় বিবেকানন্দ পল্লীর নিবাসি বলে সনাক্ত করা হয়। 
প্ৰায় একসপ্তাহ ধরে নিখোজ ছিল মৃত এই  অরুন চৌধুরী যার ঘড়  লামডিঙে বলে জানা যায় ।  পরিবারের পক্ষথেকে সপ্তাহ খানেক আগে লামডিং থানাতে নিখোজ বলে একটি কেস  ডাইরি করা হয়েছিল বলে জানা যায়।
ঘটনাস্থলে লামডিং পুলিশ  উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তদন্ত আরম্ভ করেছে।
মৃতদেহ মরণোত্ত পরিক্ষার জন্য নগাঁও  প্ৰেরণ করা হয়।এটা হত্যা না আত্মহত্যা পুলিশ তদন্তের  পর জানা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.