book my show সঙ্গে অসম সরকারের সমঝোতা চুক্তি সম্পাদিত
অমল গুপ্ত ,গুয়াহাটি :২৪ জুন: আর্ন্তজাতিক পর্যায়ে কর্নশার্ট অনুষ্ঠিত হবে।বুক মাই শো র সঙ্গে অসম সরকারের সামঝোতা চুক্তি হয়েছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে পর্যটক মন্ত্রী রঞ্জিত দাস স্বাক্ষর করেন।গুয়াহাটি যোরহাট দিব্রু গড়ে এই এই কনসার্ট অনুষ্ঠিত হবে।বিগ ট্রি এন্টারমেন্ট প্রাইভেট লিমিটেড সঙ্গে চুক্তি করে অসমকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান। বিশ্বে বিনোদনের ক্ষেত্রে পরিচিত বুক মাই শো নামে সংস্থাটি।
কোন মন্তব্য নেই