
স্বপন দাস লামডিং—বিশ্বকবি রবীনন্দ্রনাথ ঠাকুর এবংবিদ্রহী কবি নজরুল ইসলামের স্বরনে কবি প্রনাম অনুষ্ঠানের আয়জন করা হয় বাংলা সাহিত্য সংস্কৃতি মন্চ লামডিংয়ের উদ্যোগে। লোককোনির রেডষ্টার ক্লাবের চন্ডি মন্ডপে আয়জিত অনুষ্ঠানের সুচনা করা হয় প্রদীপ প্রজ্জলনের মধ্যমে। প্রদীপ প্রজ্জলনে অংশ নেয় মন্চের কার্যকরী সভাপতি বিজন চক্রবর্তী,কোষাধ্যক্ষ রত্নেশ্বর রায়,সদস্য রতন সিং(রতু),শিখা পাল ভট্যাচার্য, তাপসি বরুয়া প্রমুখ। মঙ্গল দীপ হাতেনিয়ে সমবেতভাবে কবীগুরুর আগুনের পরসমনি এবং আনন্দলোকে মঙ্গোলালকে সঙ্গীত পরিবেশন করেন মন্চের সদস্য সদস্যাবিন্দ। পরিচানায় ছিলেন মন্টুলাল আচার্য,শিখা পাল ভট্যাচর্য,পিন্ক দাস,মন্জিষ্ঠা দত্ত ঘোষাল,রমা পাল চম্পা ভট্যাচার্য,সপ্না গোপ,তাপসী বরুয়া ,লিলু দাস,অন্নপুন্যা মালাকার,পিয়া দাস, অনিমা মালাকার,গীতা দে, পরিতোষ দাস,কিশোর নাথ, রবীন্দ্র নজরুল নিয়ে আলোচনা করেন মন্চের সাংস্কৃতিক সভাপতি ভোলানাথ চক্রবর্তী। রবীন্দ্র নজরুলের সখ্যতা নজরুলের মুলভাবধারা এবং বৈষন্বব সাহিত্যে রবীন্দ্র ইত্যাদি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল সঙ্গীত নৃত্যএবং আবৃতি পরিবেশন করেন মন্চের সদস্য সদস্যারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুস্পা ঘোস,রুমা বসাক।
কোন মন্তব্য নেই