Header Ads

বিশ্বের উচ্চতম রেল স্টেশন উদ্বধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অমল গুপ্ত , ৮ জুন,  প্যারিসের আইফেল টাওয়ার থেকেও উচ্চ বিশ্বের উচ্চতম রেল সেতু উন্মোচন করলেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী।জম্মু কাশ্মিরের পাহাড়ি  চেনাব ,চন্দ্র ভাগা নদীর উপর  পাহাড় প্রকৃতির কোলে অবস্থিত অত্যন্ত জটিল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে  ইঞ্জিনিয়ার রা ভূমিকম্প প্রতিরোধক  সেতু নির্মাণ করে কাশ্মিরের পহেল গ্রাম আক্রমণের উপযুক্ত জবাব দিল।বিশ্ববাসী টের পেয়েছে ভারত পারে , শত্রু দেশ পাকিস্থান ভাতেও পারবে না। এমন প্রযুক্তির সেতু নির্মাণ করার কথা।জম্মু কাশ্মীর থেকে কয়েক হাজার এককিলোমিটার দূরবর্তী  কন্যা কুমারী র সাগর তীর পর্যন্ত   সরাসরি   বন্দে ভারত যাবে ।এই অসাধ্য সাধন করেছে ভারতের রেল বিভাগ আর  প্রযুক্তিবিদরা। ৮  রিখটার স্কেলে  র বেশি মাত্রার  ভূকম্প হলেও প্রতিরোধ করার ক্ষমতা  রাখে।এই অত্যাধুনিক  চে নাব নদীর সেতু।যা অকল্পনীয়।  জম্মু কাশ্মীর মুখ্য মন্ত্রী ওমর আবদুল্লা  প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধাণমন্ত্রী বলেন  পাকিস্থান সিন্দুর অভিযান শুনলে ভয়ে কাঁপে। ভারত উন্নয়ন দিয়ে  জবাব দিচ্ছে।   অত্যাধুনিক প্রযুক্তির বন্দে ভারত চন্দ্রভাগা নদীর জল শীতকালে  জমে গেলেও এই ট্রেনের জল বরফ হবে না। জমবে না। প্রধান মন্ত্রী জাতীয় পতাকা হাতে নিয়ে রেল প্লাটফর্মে হাঁটলেন।৩৫৯ মিটার দেড় কিলোমিটার লম্বা এই সর্বচ্চো রেলওয়ে স্টেশন। বিশ্বের পর্যটকদের ঢল নামবে। কাটরা থেকে শ্রীনগর যাত্রা পথে বন্দে ভারত ট্রেনে প্রধানমন্ত্রী শিশু যাত্রীদের মনের কথা শোনেন। ব্রিজটি নির্মাণ করতে ৩০ হাজার মেট্রিক টন স্টিল লেগেছে। কয়েক হাজার শ্রমিক প্রাণের ঝুঁকি নিয়ে কয়েকবছর থেকে কাজ করে সফল হলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.