Header Ads

বাংলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মশা ,দূষিত জল রোগবাহক

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি
 মৌমিতা দাস : কান্দি
 বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতায় জোর কতটা। 

  ডেঙ্গির লক্ষণ 
 . জ্বর 
. চোখের পিছনে ব্যথা।
 .পেশি, হাড়, গাঁটে ব্যথা।
. ক্লান্তি, অস্থিরতা।
 . অনেক সময় পেট ব্যাথা, রক্তপাত।
 . মশার কামড়ের চার থেকে দশ দিন পরে ডেঙ্গির লক্ষণ দেখা দিতে পারে।
 
 . জমা, স্বচ্ছ জলে এডিস মশা ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা তৈরি হয় ও মশার বংশবিস্তার হয়।
 . ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় জোর দিয়েছে স্বাস্থ্য দফতর।
. মশার লার্ভা নাশক রাসায়নিক প্রে করছেন পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মীরা।
. বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ।
. মশারি টাঙিয়ে ঘুমোনোর পরামর্শ।
. জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের।
 . রক্তের নমুনা পরীক্ষা করে রোগ নির্ণয় করা হচ্ছে।
 
   নিয়মিত মশার লার্ভানাশক রাসায়নিক প্রে করার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.