অসমে র শিলচরে ১৯৬১ সালে বাংলাভাষা চালুর দাবিতে ১১ জন যুবক প্রাণ দিলেন,বঙ্গে উর্দ ভাষা চাপানো হচ্ছে
অমল গুপ্ত ,গুয়াহাটি২৭ জুন: পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস সরকার মুসলিমদের ভোট আদায়ের লক্ষ্যে রথা যাত্রা উপলক্ষ্যে ব্যানারে বাংলাকে বাদ দিয় উর্ধ ভাষা তে লেখা হয়েছে।বহুল প্রচারিত ভিডিও তে দেখা গেল। পশ্চিম পাকিস্তানে ১৯৫২ সালে পাঁচ মুসলিম যুবক,অসমের শিলচর শহরে বাংলা ভাষী ১১যুবক যুবতী বাংলা ভাষা রক্ষার দাবিতে আন্দোলন জোরপুলিশের গুলিতে প্রাণ আহুতি দিয়েছিলেন।আর পশ্চিমবঙ্গে বাংলা ভাষার রাজ্যে শত্রু দেশ পাকিস্থানের উর্দ ভাষা চাপানো হচ্ছে। পশ্চিমবঙ্গে বাঙালিরা তাদের মেরুদন্ড হারিয়ে ফেলেছে। বড় দুর্ভাগ্য । বাংলা, বাঙালির আবেগকে বির্সজন দিয়েছে। আজ অসমে বাঙালিদের জীবন জীবিকার নিরাপত্তা নেই।,পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা মার খাচ্ছে। নেতাজি ,বিবেকানন্দের বাঙালিদের দুর্দশার অন্ত নেই। বাংলদেশে অবস্থা তো শোচনীয়। বাঙালি হিন্দুদের দেশ কোথায়?
কোন মন্তব্য নেই