শ্যামা প্রসাদ মুখার্জী কে কাশ্মীরে নেহুরু -শেখ আবদুল্লা চক্রান্ত করে হত্যা করে তার তদন্ত চান জয়দীপ মুখার্জি
অমল গুপ্ত ,২৭ জুন:গুয়াহাটি : পশ্চিমবঙ্গে আজ বাঙলা ভাষা বাঙালি হিন্দুদের জীবন জীবিকার নিরাপত্তার অভাব আছে।বাংলার নেতা সুয়ামা প্রসাদ মুখার্জী প্রথম বাঙালি হিন্দু রাষ্ট্র দাবি জানিয়ে জোরদার আন্দোলন করার অপরাধে কাশ্মীরে প্রাণ দিতে হল। সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট তথা সারা ভারত লিগ্যাল সেলের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তদানীন্তন কাশ্মিরের মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লা দায়ী করে বলেছেন তাদের দুজনের চক্রান্ত বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্যামা প্রসাদ মুখার্জী কে চক্রান্ত করে হত্যা করে। এর উপযুক্ত তদন্ত করতে হবে। নেতাজি প্রেমী বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি তদন্তের দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে। মুখার্জী প্রথম কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তির দাবি জানান।তাকে বিনা চিকিৎসা তে হত্যা করা হয়। ,দেশের বিশিষ্ট আইনজীবী মুখার্জী নেতাজি অন্তর্ধান রহস্য সমাধানে তদন্ত দাবি করেছেন। তিনি এক গ্রন্থ লিখে প্রমাণ করার চেষ্টা করেছেন বিষ প্রয়োগ করে নেতাজি কে হত্যা করা হয়।জহরলাল নেহেরু দিকে আঙুল তুলেছেন
কোন মন্তব্য নেই