, সবুজ পাহাড়ে হাজার হাজার ঝর্না বৃষ্টি হয়ে গুয়াহাটি নগর কে ডুবিয়ে দিল
অমল গুপ্ত :২৬ জুন' গুয়াহাটি তিনদিন বাদ, ঋতুমতী মা রমন্দির দরজা খুলতেই প্রচণ্ড বাঁধ ভাঙ্গা বৃষ্টি নীলাচল পাহাড়ের সব ধারা সমতলে গড়িয়ে ডুবিয়ে দিল চারপাশ। এত বৃষ্টি আগে দেখেনি। গুয়াহাটি মহানগর ডুবিয়ে দিল।পাহাড়ের সব ঝর্না বন্যার স্রোত হতে সমতলে আছড়ে পড়ল। এত বড় শহর থমকে দাঁড়াল।লাখ লাখ যানবাহন বৃষ্টির মুশল ধারা ডুবিয়ে দিল। লাখো সাধু সাধু সন্ত ,লাখ ভক্ত প্রাণ মানুষ নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে পারলো না।আজ বৃষ্টি নামতেই পাহাড়ে ধস নামতেএ8 শুরু করেছে। মায়ের ভয়াল রূপ ধংস কামী চেহেরা আগে দেখা হয়নি।সমতলের বিশাল ব্রহ্মপুত্র নদ ফুলে ফেঁপে উঠেছে। বন্যার ভয়ঙ্কর সঙ্কেত ,রানি ফরেস্ট অঞ্চলের রাস্তা ঘাট ডুবে গেছে।মেঘালয় পাহাড়ের মাথায় প্রচন্ড বৃষ্টি রানি পাহাড়ের ঝর্না প্রায় নদী হয়ে সমতলে আছড়ে পড়ছে। ভিজে কদম গাছের মিষ্টি ফুলের সুবাস ,পাখিদের কলরব বৃষ্টির শব্দে ধাকা পড়ে গেছে। নূরী পাথরের বুকে কাঁপন ধরিয়ে সমতলে নেমে এসেছে। পাহাড়ে এত সবুজের মাঝে এক একটি বুনো পাখি ডাক দিয়ে হারিয়ে যাচ্ছে। বৃষ্টি কমতে চড়ুই পাখির স্নান বড়ই দৃষ্টি নন্দন। বৃষ্টি বিকালে থামলেও সন্ধ্যকাশ মেঘের ঘনঘটা আবার রাতের প্রস্তুতি।অধিকাংশ পাহাড়ে ধস নেমেছে প্রাণ হানির ঘটনা শোনা যায় নি।
কোন মন্তব্য নেই