Header Ads

শর্মিষ্ঠা আসলে কে ? তার পাশে দাঁড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী

এটা গণতন্ত্র?' আলিপুর আদালত চত্বরে চিৎকার, বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হওয়া শর্মিষ্ঠা আসলে কে?


অপারেশন সিঁদুরের পর ইনস্টাগ্রামে আপত্তিকর ভিডিও পোস্ট করে বিপাকে ২২ বছর বয়সি আইনের ছাত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি৷ গতকালই তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ গার্ডেনরিচ থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ৷
অভিযোগ, অপারেশন সিঁদুরের পর যে বিতর্কিত ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ডিলিট করে দেন, সেটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ ওই আপত্তিকর ভিডিও পোস্ট করার জন্য পরবর্তী সময়ে ক্ষমাও চেয়ে নেন শর্মিষ্ঠা পানোলি৷ তাতেও অবশ্য লাভ হয়নি৷
এ দিন ওই তরুণীকে আলিপুর আদালতে পেশ করা হলে তাঁকে ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ক্ষোভের সঙ্গে শর্মিষ্ঠা চিৎকার করে বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় থেকেও আমার যে হয়রানি হল, এটাকে গণতন্ত্র বলে না!’অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  শর্মিষ্ঠা পক্ষে দাঁড়িয়ে সেই রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ  দল পশ্চিমবঙ্গে গিয়ে  তাকে অসমে পাঠিয়ে দেবার জন্যে অনুরোধ জানাবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.