আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে দাবি অমিত সাহের
দিদির সময় শেষ ' , হুঙ্কার অমিত শাহের
বাংলায় এসে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পিঠোপিঠি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি ২০২৬ সালে রাজ্যে সরকার বদলের ডাক দিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে মণ্ডল স্তর পর্যন্ত বিজেপি নেতৃত্বকে সামনে বসিয়ে রবিবার শাহ হুঙ্কার দিলেন, "দিদি, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হতে চলেছে।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাহের চ্যালেঞ্জ, "গণতন্ত্রে হিংসা কাম্য নয়। হিম্মত থাকলে হিংসা, রিগিং না-করে ভোটে লড়ে দেখান। আপনার নিজের জামানতটুকুও জব্দ হয়ে যাবে।" রাজ্যে ২০২১ সালের নির্বাচনের আগেও বিজেপির শীর্ষ নেতাদের এই হুঙ্কার শোনা গিয়েছিল বারবার। কিন্ত শেষ পর্যন্ত ২০০ আসন জয়ের কথা বলে তাঁদের থেকে যেতে হয়েছিল ৭৭টি আসনেই। যাতে তার পুনরাবৃত্তি না হয়, সে কথা মাথায় রেখে দলের কর্মীদের উদ্দেশে শাহের সতর্ক-বার্তা, "এই সভা শেষের পর থেকে গণনা শেষ না-হওয়া পর্যন্ত দিনরাত এক করে আপনারা মাটি কামড়ে লড়াই করে যান। দলের জন্য পরিশ্রম করুন।"
কোন মন্তব্য নেই