Header Ads

অবনিন্দ নাথ ঠাকুরের বাড়ি ও গুড়িয়ে দেওয়া হল

অমল গুপ্ত ,কোলকাতা :  বাংলার আইকন বাংলা সংস্কৃতির পুরোধা  অবনিন্দনাথ কেও  ছাড় দিলনা  দুষ্কৃতীরা   শান্তিনিকেতনের বাড়ি গুড়িয়ে ফেলা হল।বিশ্ব খ্যাতি পাওয়া তার চিত্র ,তার  সৃষ্টিশীলতাকে অন্ধকারে ঠেলে দেওয়া হল। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমান আর রবীন্দ্র নাথের প্রতিমূর্তি গুড়িয়ে দেওয়া হয়।অগণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে পশ্চিম বঙ্গের তফাৎ কোথায়?m

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.