Header Ads

কামাখ্যা পাহাড়ে অঝোরে বৃষ্টি পাত হচ্ছে দেশ বিদেশের ভক্তদের উৎসায়ের অন্ত নেই বৃষ্টি মাথায়

অমল গুপ্ত ,গুয়াহাটি ২৫ জুন: আজ ভোররাত তিনটায় মন্দির দ্বার খুলবে।২৭ জুন থেকে ভক্ত দের জন্যে  মায়ের মন্দির প্রবেশের অনুমতি দেওয়া হবে। শেষের দুদিন কোনো  ভিভি আইপির দর্শনের অনুমতি নেই।এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী বৃষ্টিস্নাত পাহাড়ে সন্ধ্যায়  মন্দির দর্শনে না যাওয়ার অনুরোধ করেছে।তিনি বলেন পাহাড়  সদাই  ধস প্রবন।ভূমি ধসের ফলে প্রাণ হানির সম্ভাবনা আছে। ধরিত্রী মা ঋতুমতী সময় তিনদিন মন্দির বন্ধ থাকে। সেই সময়টুকু দেশ বিদেশের তন্ত্র সাধকদের  সমাবেশ ঘটে।  অশরীরী আত্মা। ,নানা ভৌতিক  কর্মকান্ড দেখা যায়।ব্রহ্মপুত্র কিনারে শ্মশানে মরদেহ নিয়ে তন্ত্র সাধনার খবর পাওয়া গেছে। 













কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.