Header Ads

আবার করোনা সঙ্গে ডেঙ্গিও ,উদ্বেগ সর্বত্র

অমল গুপ্ত ,,৩ জুন: কোলকাতা : দেশে তিনবছর বাদ আবার আসছে করোনা সংক্রমণ,দেশের মধ্যে রাজধানী দিল্লির পর কলকাতা,সূত্রপাত দক্ষিণের রাজ্যে কেরল। আজ পর্যন্ত দেশে তিন হাজার ছাড়িয়ে গেছে।দেশে ৩২ জন মারা গেছে।দিল্লির পর পশ্চিম বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ,পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ,৩৩১জন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে আবার মাস্ক পড়ে দুরত্ব রক্ষা করে  চলতে হবে,জনবহুল স্থানে না হওয়ার পরামর্শ দিয়ে ছেন। নিজের নিজের বাড়িতে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।বঙ্গে ডেঙ্গি রোগ বাড়ছে।সংক্রমণ হাজার ছড়িয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.