বরাক এ বাংলা বাধ্যতামূলক হবে
নয়া ঠাহর , সংবাদ দাতা
সরকারি কাজকর্মে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যাবহারের জন্য কাছাড়ের জেলাশাসকের নির্দেশকে স্বাগত জানাল বিডিএফ।
কাছাড় জেলা শাসক আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে আসাম সরকারের রাজনৈতিক বিভাগের পূর্ববর্তী আরেকটি বিজ্ঞপ্তি অনুসারে জেলার সমস্ত সরকারি কার্যালয়ের কাজে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যাবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে তিনি বাংলায় সাক্ষরও করেছেন। জেলা প্রশাসনের এই সদর্থক পদক্ষেপকে স্বাগত জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বিডিএফ জন্মলগ্ন থেকে এই উপত্যকার সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানিয়ে আসছে,কারণ বাংলা ভাষার এই অধিকার রক্ষায় উপত্যকার একাদশ শহিদ আত্মবলিদান দিয়েছিলেন। তিনি বলেন এমনকি ভাষা আইন উল্লঙ্ঘনের প্রতিবাদ করায় বিডিএফ মুখ্য আহ্বায়ককে আঠারো দিন জেল অব্দি খাটতে হয়েছে। তাই জেলা শাসকের এই বিজ্ঞপ্তি অবশ্যই সন্তোষজনক। তবে কার্যক্ষেত্রে যাতে এই নির্দেশ যথাযথ পালিত হয় সেই ব্যাপারেও তৎপর থাকার জন্য তিনি জেলাশাসককে আহ্বান জানিয়েছেন।
জয়দীপ এদিন আরো বলেন যে রাজ্যের জনসংখ্যার এক তৃতীয়াংশ বাংলাভাষী হওয়া সত্ত্বেও আজ অব্দি বাংলাকে এই রাজ্যের সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়া হয়নি। এই ব্যাপারে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি অনতিবিলম্বে ' ভাষা শহিদ স্টেশন 'নামকরণের বিষয়টি চূড়ান্ত করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন।
বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।








কোন মন্তব্য নেই