Header Ads

মুর্শিদাবাদ জেলাতে অনুপ্রবেশ চলছে: সুকান্ত দাবি

মুর্শিদাবাদে অনুপ্রবেশ হয়েছে, দাবি সুকান্তের 

 বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার বহরমপুরে মন্তব্য করেন, "সব বাঙালি তো ভারতীয় নাগরিক নয়, বাংলাদেশের বাঙালি আছেন। যাঁরা ভারতীয় নন তাঁদের 'পুশ ব্যাক' করা হবে।" পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে গ্ৰেফতার প্রসঙ্গে সুকান্ত বলেন, "মুর্শিদাবাদের ক
অনেক পরিযায়ী শ্রমিক আছেন যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে।" বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ যা শুনে বলেন, "যাঁরা বাংলা ভাষায় কথা বলেন, তাঁদের বাংলাদেশি বলেন দেগে দেওয়া হচ্ছে। যাঁরা প্রকৃত বাংলাদেশি তাদের প্রমাণ করে ব্যবস্থা নিক।"
       মঙ্গলবার বিকেলে বহরমপুরে গ্ৰ্যান্ট হলে দলীয় কর্মসূচি শেষে সুকান্ত বলেন, "বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন, তাঁদেরকে দু'ভাগে ভাগ করে বিজেপি। একটি অনুপ্রবেশকারী। যারা উন্নত জীবনের জন্য ও পার থেকে এসেছেন। আর যাঁরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছেন, তাঁরা শরণার্থী। আমরা শরণার্থীদের স্থান দেব, সিএএ-র মাধ্যমে আমরা তাঁদের নাগরিকত্ব দেব। সবাইকে আমরা অনুপ্রবেশকারী মনে করি না।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.