বিশ্ব যোগাভ্যাস কে মনে রেখে
কবিতাঃ- দিবস শুধু মনে করায়
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২১-০৬-২০২৫
বাড়ছে বয়স ঝুঁকছে দেহ
হও হে সজাগ ডাকছে কেহ।
পুরানো সাথী স্মৃতির পাতা
আজকে যারা নতুন খাতা।
সুখ দুঃখের হাজার কথা
বাড়ায় শুধু মনের ব্যথা।
একটু জোরে হাঁটতে গেলে
পদ যুগল কানটি মোলে।
শরীর জুড়ে রোগের বাসা
মানি ব্যাগেতে ওষুধে ঠাসা।
কোন সময়ে কোনটা খাবে
এলার্ম টোন বুঝিয়ে দেবে।
ওহে নৃপেন, মধু ও যদু,
ভাবছো কেন হয়েছো দাদু!
মনের জোর বাড়াতে থাকো
যোগের সাথে চলতে শেখো।
সকাল সাঁঝে নিয়ম করে
হেসো না হয় একটু জোরে।
সময় নিয়ে করিও যোগ
হারিয়ে যাবে সকল রোগ।
বুঝবে তুমি আজো জোয়ান
ভুলেই যাবে ওর ফরমান!
দিবস শুধু মনে করায়
সুস্থ শরীর যোগ সাধনায়।
কোন মন্তব্য নেই