Header Ads

ধরিত্রী ঋতুমতী হন ,মায়ের পবিত্রতা অক্ষুন্ন থাকে

অমল গুপ্ত:  গুয়াহাটি : অসম,:   গুয়াহাটি  উপকন্ঠে নীলাচল পাহাড়ে দেশের বৃহত্তম অম্বুবাচী মেলা শুরু হয়েছে।কয়েক লাখ ভক্ত ইতিমধ্যে    বৃষ্টি স্নাত সবুজ পাহাড়ে ভিড় জমিয়েছে। ২২ জুন বেলা ২,৫৬ মিনিটে কামাখ্যা মন্দির দ্বার বন্ধ হবে।খুলবে ২৬ জুন সকালে। ২৭ জুন থাকে ভক্তদের মন্দির প্রবেশের   অনুমতি দেওয়া হবে।ভিড় আর শান্তি   শৃংখলা অক্ষুন্ন রাখার স্বার্থে এবার মেলার অনুমতি দেওয়া হয়নি।   দেশের বিভিন্ন প্রান্তের সাধু  সন্ত মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছে। তৃতীয় লিঙ্গের বহু মানুষ   গত বছর পাঁচেক থেকে অম্বুবাচী মেলাতে আসছেন।  উপস্থিত সাধু সন্তবা  জানালেন ধরিত্রী মা ঋতুমতী হলেও মায়ের পবিত্রতা  অক্ষুন্ন থাকে। ঋতুমতী সময় ধরিত্রী গর্ভবতী হন  ,অসম তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষ  ঋতুমতী সময় তিনদিন মন্দির বন্ধ থাকার সময়  মন্দিরে পুজো পাঠ বন্ধ রাখে চাষ বাস করা যায়না  গুয়াহাটি শহরের  অন্যান্য মন্দির বন্ধ থাকে। মায়ের ঋতুমতী র পর মন্দির ধর্শনের জন্যে দেশের হিন্দু বিধবা রা  ভিড় জমায়। একবার মায়ের দর্শন সব ইচ্ছা পূরণের   সুবর্ণ  সুযোগ  ঘটে  ভাগ্যে।এই সুযোগ  কেউ বঞ্চিত  হোক চায়না।। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি কামাখ্যা করিডোর  প্রস্তাব দিয়েছেন টা বাস্তব রূপ পেলে মন্দিরের পবিত্র জল শুকিয়ে যাবে বলে পর্যটন বিকশ মন্ত্রী রঞ্জিত কুমার দাস আশঙ্খা প্রকাশ করেছেন।অসমের  ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম প্রস্তাব কে সমর্থন করেন না মন্ত্রী রঞ্জিত দাস। বলেন অসমীয়া সংস্কৃতির সঙ্গে সম্পর্ক নেই চোপড়ার। পুলিশ অফিসার পার্থ সারথি মহন্ত  মেলা প্রাঙ্গণে তীর্থযাত্রীদের নিয়ম নীতির কথা জানান।বলেন পান্ডুর দিক থেকে সড়ক বন্ধ থাকবে।  ভোর ৬ টা থেকে দর্শনার্থীদের জন্যে  মন্দির প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.