Header Ads

শিশু বিবাহ বন্ধে কড়া পদক্ষেপ

বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ 
 মৌমিতা দাস ; কান্দি জেল রোড
 বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। গত কয়েক দিনে হরিহরপাড়া, কান্দি, বেলডাঙা-সহ একাধিক জায়গায় পাত্র ও অভিভাবকদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।
       জেলা পুলিশের কর্তাদের একাংশের দাবি, প্রচার, সচেতনতার পরেও এক শ্রেণির অভিভাবক চুপিসাড়েই নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন। সূত্রের, অধিকাংশ ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রররা গোপনে নাবালিকা বিয়ে দিলেও সার্টিফিকেট দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে অভিযোগ না মেলার ফলে পদক্ষেপ করতে বিপাকে পড়েছে পুলিশ। তবে এক নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ওই নাবালিকার বাবা ও স্বামীকে গ্ৰেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কীভাবে ওই বিয়ে দেওয়া হয়েছিল। বুধবারই নাবালিকার বিয়ে অভিযোগের কান্দি থানার পুলিশ পাত্র-সহ চার জনকে গ্ৰেফতার করেছে। বুধবারই অপর একটি জায়গায় হানা দেয় হরিহরপাড়া থানার পুলিশ। সাবালক পাত্রকে গ্ৰেফতার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.