Header Ads

উত্তরপূর্ব রেলওয়ে লম ডিং - শিলচর লাইন স্বাস্থ্য সম্মত নয় বার বার ধস

অমল গুপ্ত ,গুয়াহাটি( রানি )  উত্তর পূর্ব রেলের অধীন ল্যাম ডিং - শিলচর লাইন  ভূমিকম্প প্রবন  এলাকা দিয়ে গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার  ভালো মতো পরীক্ষা না করেই ট্রেন  চালানো হচ্ছে বলে শিলচর কেন্দ্রীক এক সমাজসেবী সংস্থা বহু অভিযোগ করেছে।আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ট্রেন চালাচ্ছে।প্রতিদিন ভূমিধ্বস , ভাঙ্গন  ট্রেন লাইন বন্ধ হচ্ছে।  জটিঙ্গা লামপুর লাইন ধস ট্রেন বন্ধ আবার চলবে আবার বন্ধ হবে যাত্রী সাধারনের জীবনের নিরাপত্তা  নেই। দুর্বল লাইন দিয়ে অতিরিক্ত বোঝার ট্রেন চলছে।  অনুকূল চন্দ্রের ভক্ত  বিজেপি মন্ত্রী তাই লাভজনক নাহলেও   দেওঘর পর্যন্ত ট্রেন চলছে চলবে।  অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত ব্যাপক ধসের  সম্ভব না প্রবল ,তবুও ট্রেন চলবে  কারণ কেন্দ্রীয় মন্ত্রী কিরন  রিজীজু রাগ করবেন। ট্রেন চলেতেই হবে।   প্রধান মন্ত্রীর স্বপ্নের ট্রেন বন্দে ভারত  ঝকঝকে  বাকি সাধারণ ট্রেনের টলেট সাফ করার প্রয়োজন নেই।বার বার ধস ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.