Header Ads

বাংলদেশে ইউনিস সরকার হিন্দুদের নির্যাতন করছে,বাংলার মুসলিম সমাজ বিস্ময়কর ভাবে চুপ

অমল গুপ্ত ,গুয়াহাটি( রানি)৩০ জুন : বাংলদেশে  হিন্দু মহিলাদের ঘর থেকে বার করে এনে ধর্ষণ করে হত্যা করছে।  বুল ডজার দিয়ে হিন্দু মন্দির  ভাঙছে। মহম্মদ ইউনূস সরকার চুপ,পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ  হিন্দু নির্যাতনের প্রতিবাদ করছে না।চুপ এই সমাজ বাংলার তৃনমূল কংগ্রেস কে ভোট দেবার জন্যে প্রস্তুত ,যতই ঝড় ঝাপটা আসুক না কেন।  বড় লজ্জা পরিতাপের কথা  কলকাতার মত মেরুদন্ড থাকা বুদ্ধিজীবী র কসবা কলেজে  ধর্ষনের ঘটনায় প্রতিবাদ করার সৎসাহস নেই।  কলকাতার মেরুদন্ড হীন বাঙালি হিন্দু   সমাজ  আত্মকেন্দ্রিক , বাড়ির লাইট  জললেই  চলবে। পাইপে জল এলেই হবে আর কিছু পরায়া নেই। নিজের মেয়ে কে  হাসপতালে নির্মম ভাবে হত্যা করা হল। প্রতিবাদ নেই। বাজারে আর কিছু না থাকুক বিষ ইনজেকশন  দেওয়া মুরগি খাসী র বিরিয়ানি আছে।আছে বিষ মদ।আছে। সঙ্গে দূর্নীতি সে তো আছেই।  আমাদের এই হিন্দু সমাজ আর কিছুদিন বাদে মাঠে নেমে মা দূর্গা নিয়ে বাড়াবাড়ি করবে। অঢেল মদ চলবে মায়ের পুজোতে । মাতামাতি করবে ।মূল্যবোধ ,সততা, মানবিকতা সবই বির্সজন দেওয়া হয়েছে সেই কবেই।  মনে পড়ছে না তৃনমূলের বিধায়ক তো বলেই দিয়েছেন বাঙালি মুসলিম বাড়িতে ঘুগনি আর মুড়ি  খেয়ে তৃনমূল কে ভোট দেবে,   বাঙালি  হিন্দুরা ভোটের দিন মাংস  ভাত খেয়ে বাড়িতে  শুয়ে থাকবে। জিতবে তৃনমূল। যে  জাতি আর জি কর ভুলে যায় সেই  জাতি ধংস অনিবার্য  বাংলারের মুসলিম নেতাদের চিন্তা করতে হবে না রাজ্যের ৩৩ শতাংশ মুসলিম ভোট আবার তৃনমূল কংগ্রেস দল জিতবে।   ।( ছবি নাসিরউদ্দিন আহমেদ সৌজন্যে) 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.