Header Ads

স্বাস্থ্য সচেতনতা সেরা সেরা জেম।

স্বাস্থ্য সচেতনতায় সেরাজেম 
নাসিরুদ্দিন আহমেদ 


বর্তমান বিশ্বে স্বাস্থ্য সচেতনতায় অগ্রণী ভূমিকায় নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিশ্বের অন্যতম দেশ দক্ষিণ কোরিয়া। ১৯৯৮ সালে এক অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করে তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আজ বিশ্বের উন্নত ৭০ টি দেশ দক্ষিণ কোরিয়ার এই স্বাস্থ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিহত করতে সক্ষম হয়েছে। 

২০১৪ সালে ভারতবর্ষে এই চিকিৎসা সেবা প্রথম চালু হয়। রীতিমতো উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি শহরের বেলতলা সেন্টারে সেরাজেম মাস্টার V3 ডিভাইস মাধ্যমে সর্বপ্রথম চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ ১১ বছর ধরে এই বেলতলা সেন্টার থেকে হাজার হাজার মানুষ থেরাপির মাধ্যমে নিজেদের শরীরের বিভিন্ন রোগ নিরাময় করতে সক্ষম হয়েছে।
১২ জন শিক্ষিত মার্জিত ও ভদ্র স্বভাবের ম্যাম ও স্যার অক্লান্ত পরিশ্রম দ্বারা সেরাজেম বেলতলা সেন্টারে সেবা প্রদান করে চলেছেন। ভারতবর্ষের শত শত সেন্টারের মধ্যে রেংকিঙে টপ-১০ তালিকায় গুয়াহাটির বেলতলা সেন্টার নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বিনামূল্যে থেরাপি সেবা প্রদান করা হয়।

আসুন আমরা সেরাজেম মাস্টার V3 র বিশিষ্টতা বা উৎকর্ষতার বিষয়ে কিছু কথা জেনে নিই। মেরুদণ্ড হচ্ছে মানব শরীরের মূল ভরকেন্দ্র। সেরাজেম মাস্টার V3 ডিভাইস মেরুদন্ডে থার্মাল হিট ও আকুপ্রেশার বা চাপের মাধ্যমে মেরুদন্ডের বিন্যাস ঠিক রাখে যা দক্ষিণ কোরিয়ায় মেডিক্যাল ডিভাইস নিরাপত্তা সংস্থা কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত। এছাড়াও রয়েছে সেরাজেম মাস্টার V4, প্রোজেক্টর, সেরাজেম ম্যাট, কুশন, বেলি বেল্ট, আইকভার, জেড স্টোন ইত্যাদি। এই প্রযুক্তির মাধ্যমে শরীরের নির্দিষ্ট স্থানের বিভিন্ন রোগ নিরাময়ে উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছে।

মানুষের শরীরভেদে উচ্চতা ও ভিন্নতার কারণে মেরুদন্ডের দৈর্ঘ্যের ক্ষেত্রেও ভিন্নতা দেখা যায়। সেরাজেম মাস্টার V3 স্বয়ংক্রিয়ভাবে আপনার মেরুদণ্ডের দৈর্ঘ্য, বক্রতা ও শরীরের আকার বিশ্লেষণ করে আপনাকে আপনার প্রয়োজন মাফিক নিবিড় ভাবে থার্মাল ম্যাসেজ সেবা প্রদান করবে। সেরাজেম মাস্টার V3 থার্মাল ডিভাইসের স্ক্যানিং ফাংশন প্রযুক্তির প্যাটেন্ট স্বত্বধারী।

নিজের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী আপ-ডাউন ফাংশন ও শারীরিক অবস্থার ধরন অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে
ব্যবহারকারীর মেরুদণ্ডে বক্রতা বরাবর তাপ ও চাপীয় উদ্দীপনা প্রদান করে এবং মেরুদণ্ডের দৈর্ঘ্য ও শরীরের আকার আকৃতি বিশ্লেষণ করে ব্যবহারকারীকে তার প্রয়োজন অনুযায়ী থার্মাল ম্যাসেজ সেবা প্রদান করে।

আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। কিন্তু এই মূল্যবান কথাটির গুরুত্ব আমরা সেভাবেই দিই না। খাদ্য তালিকায় সঠিক খাবার নির্ণয় করার পাশাপাশি প্রতিদিন যোগ ব্যায়াম থেরাপি ইত্যাদির মাধ্যমে শরীর সুস্থ রাখা সম্ভব। আসুন আমরা গুয়াহাটির বেলতলা সেরাজেম সেন্টার আয়োজিত বিনামূল্যে মাস্টার V3 থার্মাল ডিভাইসের মাধ্যমে নিজেদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সচেষ্ট হই।

শুভেচ্ছা ও শুভকামনায়
যোগাযোগ ও তথ্য সংগ্রহ : 
মোবাইল : 985 4142 786

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.