Header Ads

মেদিনীপুরে গড়বেটা তে বহু এলাকা জলমগ্ন

বন্যা পরিস্থিতির গড়বেতায়, হহু এলাকা জলমগ্ন অন্যত্রও 
 মৌমিতা দাস : ২০ জুন :  কান্দি জেল রোড
 ভারী বৃষ্টি আর জলাধার থেকে ছাড়া জল- দুইয়ের জেরে বিপর্যস্ত একাধিক জেলার জনজীবন পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্ৰাম, বাঁকুড়া ও পুরুলিয়ার একাংশ জলমগ্ন। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতায়। বৃষ্টিতে দেওয়াল ভেঙে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। পুরুলিয়ার বাংলাবাজার কজওয়ে পেরোতে গিয়ে ভেসে যান এক বৃদ্ধ।
   বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলে। এ দিন মাইথন জলাধার থেকে সাত হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৫, ২০০ কিউসেক হারে এবং গালুড়ি ব্যারাজ থেকে এক লক্ষ ২৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.