Header Ads

২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বঙ্গ ,অসম ,মেঘালয়ের রাজ ভবনে

অমল গুপ্ত,২০জুন ,গুয়াহাটি :  ১৯৪৭ সালের ২০ জুন থেকে পশ্চিম বঙ্গ দিবস পালন করা হচ্ছে।  শ্যামা প্রসাদ মুখার্জী  বাঙালি হিন্দুদের নিজস্ব মাতৃ ভূমি গঠনে লড়াই করে ছিলেন।  তার সঙ্গে প্রবাবা নন্দ কে পাশে পেয়েছিলেন। আজ দেশে বাঙালি হিন্দুদের বড় দুর্দিন। হিন্দুদের  কোনো দেশ নেই।পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের  নিজস্ব আন্দোলন বলে হিন্দুদের কোনো  ঠাঁই নেই। শাসক দল  পয়লা  বৈশাক দিনটি বঙ্গের জন্ম দিবস হিসাবে পালন করছে।মেঘালয়ের রাজভবনে বঙ্গের জন্ম দিবস পালন করা হয় আজ   দেশের বাঙালি হিন্দুরা দেশে মার খাচ্ছে। হিন্দুদের কোনো অভিবাবক নেই।কোনো বাঙালি নেতা নেই। মেরুদন্ড হীন নেতারা  সর্বত্র আত্ম সমর্পন করছে বিনা প্রতিবাদে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার হিন্দু নির্যাতন সব রেকর্ড ছাড়িয়ে গেছে।কলকাতার বুকে একই ঘটনা ঘটেছে। অসমে আবার  বাংলাদেশী বিতারণ অভিযান শুরু হয়েছে। বাংলদেশে বিতাড়িত  বাঙালি হিন্দুদের একাংশ নিজের মাতৃ ভূমি পশ্চিমবঙ্গে  এলে বিতারণ করা হচ্ছে। এন এর সি থেকে ১৯ লাখ বাঙালির নাম বাদ পড়ছে তার মধ্যে ১৪ লাখ মত বাঙালি হিন্দু।তাদের ভাগ্য অনিশ্চিত।এই হিন্দুরা যাবে কোথায়?  বাংলদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে।  সে দেশে বন্দি  চিন্ময় কৃষ্ণ  প্রথক হিন্দু ভূমির দাবিতে আন্দোলন করেছিলেন তার বদলে জেলে পুরে রাখা হল। কলকাতার বাঙালি হিন্দুদের মেরুদন্ড বড় দুর্বল।নিজের রাজ্যে মার খাচ্ছে।এই প্রেক্ষিতে  আজ ২০ জুন  পশ্চিমবঙ্গ দিবস পালন করে হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.