২১ জুন আর্ন্তজাতিক যোগ দিবস , শরীর, মন শান্তির পথ প্রদর্শক
অমল গুপ্ত ,২১ জুন, গুয়াহাটি : আজ ২১ জুন আর্ন্তজাতিক যোগ দিবস,বিশ্বের অধিকাংশ দেশের মানুষ দিনটি যোগ তপস্যার মাধ্যমে শুরু করেন। দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আজ দক্ষিণের বিশাখা পত্তনম বন্দর শহর এ যোগ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ।তিনি বলেন আজ সারা বিশ্বে কোনো না কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে।নির্মূল করতে মন ও শরীরের শান্তি সুনিশ্চিত করতে যোগ সাধনা একমাত্র সাধনা।মানব জীবনকে শান্তির পথ দেখায়।দেশের চিকিৎসা শাস্ত্রে যোগ কে অর্ন্তভুক্ত করার প্রয়াস চলছে।দিল্লির এমস , উল্লেখ যোগ্য ভূমিকা গ্রহণ করেছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু র উপস্থিতিতে প্রধানমন্ত্রী দেশের এগারতম যোগ দিবসে প্রধান মন্ত্রী বলেন জাতপাতের উর্দ্ধে দেশের সীমানার বাইরে সারা বিশ্বে আজ ভারতীয় প্রাচীন সংস্কৃতির যোগ সাধনাকে আঁকড়ে ধরে শরীর মনের শান্তি খুঁজে পেয়েছে।যা বিশ্ব মানবতার জয়,ভারতের জয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিনটি উদযাপন করেন। রাজ ভবন ও পালন করা হয়। এবার যোগ দিবসে থিম ছিল এক বিশ্ব এক স্বাস্থ্য। অসমে ৩৫ টি জেলা সদরে মন্ত্রী ,জেলার প্রধানরা যোগে অংশ গ্রহন করেছিলেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাক্স জেলার শাল বাড়ি কলেজ ময়দানে আজ সকাল ৬টা তে যোগ সাধনা করেন।
কোন মন্তব্য নেই