" ধর্মনিরপেক্ষ "শব্দটি সংবিধান থেকে বাতিল করার দাবি হিমন্ত বিশ্ব শর্মার
অমল গুপ্ত ,গুয়াহাটি( রাণী),২৯ জুন রবিবার: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি আইন লাগু করে মানুষের মৌলিক স্বাধীণতা হস্তক্ষেপ করেছিলেন।সেই সময় সংবিধানে" ধর্ম নিরপেক্ষ" এবং 'সমাজ বাদ "নামে দুটি শব্দ সংবিধানে সংযোজন করেছিলেন। শব্দ দুটি দেশের মানসিকতার সঙ্গে কোনো মিল খায় না। ধর্ম নিরপেক্ষ শব্দটি অবিলম্বে বাদ দেওয়ার জোরালো দাবি জানান অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত ধর্মনিরপেক্ষ তার কথা বলে দেশে একপক্ষীয় ভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে।বাংলদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। দুদিন আগে বুলডোজার চালিয়ে হিন্দুদের দুর্গা মণ্ডপ গুড়িয়ে দেওয়া হল। পাকিস্থানে হিন্দুদের স্থান নেই।এমনকি পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।বাংলা ভাষার বদলে উর্দূ ভাষার ব্যনার লক্ষ করা গেল। কলকাতার বাঙালি হিন্দুদের একটাই মেরুদন্ড টা হারিয়ে গেছে।প্রতিবাদ করার "মুরোদ" নেই।
কোন মন্তব্য নেই