অসমের কামাখ্যা রেল স্টেশন থেকে নীলাচল পাহাড়ের মন্দির প্রযন্ত রোপ ওয়ে নির্মাণ করা হবে
অমল গুপ্ত ,গুয়াহাটি : ( রাণী) ২৮ জুন : মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বের দ্বার গুয়াহাটি শহর কে সাজিয়ে তুলছে ন।গতকাল কামাখ্যা ধামে গিয়ে পুজো দেন রাজ্যের সার্বিক কল্যাণ কামনা করেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও মন্দিরে পুজো দেন।অসমের রাজ্যপাল সস্ত্রীক পুজো দিয়ে রাজ্যের মঙ্গল কামনা করেন।মুখ্যমন্ত্রী এবার অম্বুবাচী মেলা সফল হওয়ার জন্যে পর্যটন মন্ত্রী রঞ্জিত দাস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী গুয়াহাটির সার্বিক পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে কামাখ্যা রেল স্টেশন থেকে সরাসরি মন্দির পর্যন্ত রোপওয়ে নির্মাণের কথা জানান। গুয়াহাটি রেল স্টেশন থেকে ও রোপওয়ে ব্যাবস্থা থাকবে।গুয়াহাটি বিমান বন্দর প্রসঙ্গে আগে জানিয়েছেন এই বিমানবন্দর থেকে নেমে মনে করবেন তারা ব্যাঙ্গালুরু বিমানবন্দরে নেমেছেন।এতটাই বড় অত্যাধুনিক বিমানবন্দর গড়া হচ্ছে।মন্ত্রী জয়ন্ত মাল্ল বড়ুয়া সাংবাদিক দের অপমান করেন।মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন সাংবাদিকদের উদ্দ্যেশে মন্ত্রীর শব্দ প্রায়োগ ঠিক ছিল না।সাংবাদিকের কাছে ক্ষমা চাওয়া উচিত মন্ত্রী জয়ন্ত মাল্লো বড়ুয়ার
কোন মন্তব্য নেই