Header Ads

অসমীয়া ভাষা কে পূর্ণাঙ্গ সাবজেক্ট করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি : সর্বানন্দ সনো যাল

অমল গুপ্ত ,গুয়াহাটি : ২৫ জুন: অসমের মানুষকে বাংলভাষী শ্যামাপ্রসাদ মুখার্জি র কাছে কৃতজ্ঞ থাকা উচিত।কোলকাতা বিশ্ববিদ্যালয়ে  উপাচার্য থাকাকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম অসমীয়া ভাষাকে পূর্ণাঙ্গ সাব্জেক্ট করার প্রস্তাব গ্রহণ করে আইন পাশ করেছিলেন।অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ  সনোয়াল  রাজ্যে বাসীকে এই কথা  স্মরণ করিয়ে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.