Header Ads

রাজ্যে খুশির ঈদ উদযাপিত

খুশির ইদ 
ইদে ভিড় জমেছে শহর-গঞ্জের নানা দোকানে। পরিযায়ী শ্রমিকেরা অনেকে বাড়ি ফেরায় আনন্দিত তাঁদের পরিবারের লোকজন, সন্তানের। আবহাওয়াও উন্নতি হয়েছে। খুশির মেজাজ জেলায়।

 ইদ উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন ইদগাহ ময়দান, মসজিদ।
  ইদের আগে ভিন্ রাজ্যে থেকে ঘরের ফিরেছে অধিকাংশ পরিযায়ী শ্রমিক।
  সকালে অনুষ্ঠিত হবে ইদের নমাজ ইদে প্রতিবেশী, বন্ধ, আত্মীয়দের সঙ্গে কোলাকুলির নিয়ম রয়েছে।
  অনেক রেস্তোরাঁতেও এই দিন ভাল ভিড় হয়, জমে ব্যবসা।
    ইদের দিন মোটরবাইক দৌরাত্ম্য রুখতে সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।
   সম্প্রীতি বজায় রাখতে বার্তা ইমামদের।
  ইদের আগে ভিড় মশলাপাতির দোকান, মুদি দোকানে।
  ইদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় চোখে পড়েছে। 
 ইদের আগে ভিড় দই, মিষ্টির দোকানেও। বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর পক্ষ থেকে রাজুবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.